আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।
শফিউল ইসলাম মহিউদ্দিন আদালতের কাছে নিজেকে নিরপরাধ দাবি করেন।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে উত্তরা পশ্চিম থানার বিএনএস সেন্টারের সামনে গত ১৮ জুলাই আবদুর রউফকে গুলি করে হত্যা করা হয়।