বিএনপির মিছিলে মিজানুর রহমান নামের এক কিশোরকে হত্যার ঘটনায় কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগের ১২৮ জন নেতা-কর্মীর নামে হত্যা মামলা হয়েছে। মিজানুর হত্যার ১১ বছর পর গতকাল শনিবার তার বাবা শাহ আলম বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলার ১২৮ জন আসামির মধ্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম, পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক, বিএমচরের ইউপি চেয়ারম্যান এস এস জাহাঙ্গীর আলম, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলামের নাম রয়েছে। মামলায় আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখানো হয়েছে।