Homeদেশের গণমাধ্যমেসাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের বাসায় ডিবির অভিযানের বিষয়ে যা বলছে পুলিশ

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের বাসায় ডিবির অভিযানের বিষয়ে যা বলছে পুলিশ


রাজধানীর সিদ্ধেশ্বরীতে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের বাসায় ডিবির অভিযান সম্পর্কিত গণমাধ্যমের একটি খবরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পরে এ বিষয়ে বক্তব্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটি বলছে, ডিবির অভিযান সম্পর্কিত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেটি রবিবার (২৭ অক্টোবর) দৈনিক প্রথম আলোর অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়, শনিবার দিবাগত গভীর রাতে গোলাম দস্তগীর গাজীর ওই বাসায় যান একদল ব্যক্তি। তারা নিজেদের ডিবি সদস্য পরিচয় দেন। ফটকের তালা ভেঙে তারা বাসার ভেতরে ঢুকে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। পরে বাসার চারটি কক্ষের আসবাব ভাঙচুর ও তছনছ করা হয়। প্রায় আড়াই ঘণ্টা পর বাসা থেকে বেরিয়ে যান ওই ব্যক্তিরা। এ সময় তারা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগে ভরে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যান বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।

এ বিষয়ে রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি টিম আইন ও বিধি অনুসরণ করে গোলাম দস্তগীরের বাসায় তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসার দারোয়ান পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয় থানা পুলিশের সহায়তায় ওই বাসা তল্লাশি অভিযান সমাপ্ত করে ডিবির টিম ঘটনাস্থল ত্যাগ করে। 

সেখানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় আসামি গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে উক্ত তল্লাশি অভিযান পরিচালনা করা হয় বলেও জানায় ডিএমপি।

ডিবির ওই তল্লাশি অভিযান সম্পর্কে কোনোরকম বিভ্রান্তির অবকাশ নেই উল্লেখ করে ডিএমপি আরও বলছে, ভবিষ্যতে ডিবির যেকোনও অভিযান এর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকতর বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত