বাটলার কথা শুরু করেন ভুটানের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। ভুটানের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ যতটা সহজ মনে করছে, খেলাটা ততটা সহজ হবে না। ভুটান অনেক উন্নতি করেছে। মাটিতে পা রাখতে হবে। বিনয়ী থাকতে হবে। সেমিফাইনালে খেলা তাদের প্রাপ্যই ছিল।’ বাটলার এরপর যোগ করেন, ‘এটা টেকনিক্যাল বিষয় নয়। এই বিবেচনায় আমরা এগিয়ে। আমাদের ফুটবল দিয়ে আমরা তা প্রমাণ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মেয়েদের মনোযোগ ধরে রাখা। এটা অনেক কঠিন।’
মনোযোগ ধরে রাখা কঠিন কেন, সেই ব্যাখ্যা দিতে গিয়েই গোলাম রব্বানিকে দায়ী করেন বাটলার, ‘আমি এটা বলব। কারণ, বাফুফের সঙ্গে জড়িত মানুষ, সাবেক কোচ, সাবেক জাতীয় দলের কোচ মেয়েদের মনোযোগ নষ্টের চেষ্টা করে। মেয়েদের খেপিয়ে তোলার চেষ্টা করে। এমন তথ্য মেয়েদের দেয়, যেটা সত্য নয়। এটা জঘন্য, অগ্রহণযোগ্য।’