Homeদেশের গণমাধ্যমেসান সিরোতে মহাকাব্য, বায়ার্নকে টপকে সেমিতে ইন্টার

সান সিরোতে মহাকাব্য, বায়ার্নকে টপকে সেমিতে ইন্টার


ইউরোপিয়ান ফুটবলে সাধারণত এমন রাতই গল্প হয়ে থাকে। উত্তেজনা, নাটকীয়তা আর শেষ মুহূর্তের টান টান উত্তেজনায় ভরা সান সিরো সাক্ষী রইলো সেরকম এক রাতের। আর সেই লড়াইয়ে শেষ হাসি হাসলো ইন্টার মিলান। বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিলো ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

প্রথম লেগে ২-১ গোলের এগিয়ে থাকা ইন্টার জানতো, ঘরের মাঠে একটি ভালো ফলই তাদের সেমিফাইনালে তুলে দেবে। তবে শুরু থেকেই তাদের তীব্র চাপে রাখে বায়ার্ন। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যারি কেইনের গোল পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দেয়। ৫২ মিনিটে কেইন যেভাবে নিখুঁত শটে বল জালে জড়ালেন, তাতে দুই লেগ মিলিয়ে সমতায় চলে আসে দুই দল।

কিন্তু এখানেই পাল্টে যায় গল্প। মাত্র সাত মিনিটের ব্যবধানে ইন্টার দেখিয়ে দেয় কেন তারা এখনো ইউরোপিয়ান মঞ্চের বড় দল। ৫৯ মিনিটে কর্নার থেকে লাউতারো মার্টিনেজ বল দখল করে জালে পাঠান। এর ঠিক তিন মিনিট পর আবার কর্নার, আর এবার সাবেক বায়ার্ন ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্দ হেড করে বল পাঠান জালে।

বায়ার্ন হাল ছাড়েনি। ৭৬ মিনিটে এরিক ডায়ারের দুর্দান্ত হেড গোলে এনে দেয় সমতা। শেষ মুহূর্তে থমাস মুলার গোলের সুবর্ণ সুযোগ পেলেও, ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের দুর্দান্ত সেভ বায়ার্নকে হতাশ করে।

শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পা রাখে ইন্টার। আর সেখানে তাদের প্রতিপক্ষ — এবারের আসরের হট ফেভারিট বার্সেলোনা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত