ম্যাচ শেষে সেই কামারদা চোখে–মুখে একরাশ হতাশা নিয়েই বর্ণনা করল সেই সময়ের অনুভূতি, ‘খুবই আবেগপ্রবণ ব্যাপার ছিল, আমার মনে হয়, জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত ছিল সেটি। কিন্তু ভিএআর ছলনা করল। আমি খুব হতাশ, তবে আজকালের ফুটবলে এমন তো হতেই পারে।’
১৬ বছর ২২৬ দিন বয়সী কামারদার গোলটি টিকে গেলে চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড হারাতেন আনসু ফাতি। ২০১৯ সালে ইন্টার মিলানের বিপক্ষে ১৭ বছর ৪০ দিন বয়সে গোল করেছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড।