আফতাব হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের। তিনি বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। গত ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।
অপর দিকে নিহত আফতাব ইট, বালুর ব্যবসার করতেন। তিনিও শিবির ক্যাডার হিসেবে পরিচিত সরোয়ার হোসেনের অনুসারী ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবারের সদস্যরা বলছেন, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন তাঁর সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে করে এসে আফতাবকে গুলি করে চলে যান। আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি।