কিলি বলেন, তিনি ক্যামেরাটি তুলে দেখেন, তাতে কিছুটা পানি ঢুকে গেছে। তবে এসডি কার্ডটি অক্ষত আছে। পরীক্ষা করে দেখেন, এতে বেশ কয়েকটি ভিডিও ক্লিপ রয়েছে। ক্যামেরাটি কীভাবে পানিতে পড়েছে, সেটাও একটি ভিডিওতে দেখা যায়।
কিলি গ্লোবাল নিউজকে বলেন, যখন ক্যামেরাটি সাগরের তলদেশে গিয়ে ঠেকে, তখন লেন্সের দিকটি ঊর্ধ্বমুখী ছিল। সাগরের তলদেশে আছড়ে পড়ার একটু পরই ক্যামেরার সামনে একটি কাঁকড়াকে আসতে দেখা যায়।