ইউএনএইচসিআরের সুরক্ষা সহযোগী ফয়সাল রহমান জানান, ১০০–এর বেশি রোহিঙ্গাকে বহনকারী আরেকটি নৌকা উপকূল থেকে প্রায় এক মাইল দূরে সাগরে অবস্থান করছে। উত্তর সুমাত্রার পার্শ্ববর্তী দক্ষিণ আচেহ উপকূলে অবস্থানকারী এসব রোহিঙ্গা শরণার্থীকে আজকের মধ্যে উদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়া ইউএনএইচসিআরে স্বাক্ষরকারী দেশ নয়। তাই দেশটি শরণার্থী প্রার্থীদের আশ্রয় দিতে বাধ্য নয়। দেশটি দাবি জানিয়ে আসছে, তাদের উপকূলীয় অঞ্চলে যেসব রোহিঙ্গা শরণার্থী আসছে, তাদের প্রতিবেশী অন্য দেশগুলোতে স্থানান্তরিত করা হোক। কারণ, তাদের ওপর চাপ বাড়ছে।