আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়েছে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, এটা পুরো বিশ্ব জানে। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সাকিব আল হাসানের সম্পৃক্ততা ছিল। এ কারণে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশও আমরা দেখেছি।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘আইসিসিও বিষয়গুলো জানে। এই বিষয়ে কোনো অফিশিয়াল (আনুষ্ঠানিক) কিছু জানানো হয়নি। কিছু জানানো হলে সেটি বিসিবিকে জানাবে তারা। আইসিসি থেকে কিছু বলার আগে কিছু বলতে পারছি না।’