তবে এটাও ঠিক, বল হাতে অন্য বোলারদের কাজও অনেকটা সহজ করে দিতেন সাকিব। কখনো উইকেট নিয়ে, কখনো রানের গতি টেনে ধরে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখতেন তিনি। সেই চাপমুক্তির পথ তাঁরা খুঁজে নিতে চাইতেন অপর প্রান্তের বোলারের ওপর চড়াও হয়ে। আর তখনই আসত উইকেট।
এখন সাকিবের এই ভূমিকাটাও পাবে না বাংলাদেশ দল। তবে অধিনায়ক নাজমুল দলে যাঁরা আছেন, তাঁদের নিয়েই সামনে তাকাতে চান। আস্থা রাখতে চান তাঁদের ওপর, ‘যে ক্রিকেটাররা আছে, সবার সামর্থ্য আছে, যার যার ভূমিকা পালন করবে। আশা করব, যে কম্বিনেশন খেলবে, তারা সবাই যার যার জায়গা থেকে শতভাগ দেবে।’