কোনো কিছু না জিতেও ইংল্যান্ডের অন্যতম সফল কোচ গ্যারেথ সাউথগেট। গত জুলাইয়ে ইংলিশ কোচের দায়িত্ব ছাড়ার আগে দেশটিকে পরপর দুবার ইউরোর ফাইনালে নিয়ে যাওয়ার পাশাপাশি একবার বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার কীর্তি দেখিয়েছেন এই কোচ।
যদিও শেষ পর্যন্ত চূড়ান্ত সাফল্যটা আর পাওয়া হয়নি সাউথগেটের। ইংল্যান্ডের কোচ হিসেবে সাফল্য না পেলেও ব্যক্তিগতভাবে দারুণ একটি স্বীকৃতি জুটল সাউথগেটের। সাবেক এই ইংল্যান্ড কোচ পেলেন ‘নাইটহুড’ উপাধি। অর্থাৎ এখন থেকে তাঁর নামের শুরুতে ‘স্যার’ বসবে।