Homeদেশের গণমাধ্যমেসাংবাদিক জামিউল আহসান সিপুর পিতার ইন্তেকাল

সাংবাদিক জামিউল আহসান সিপুর পিতার ইন্তেকাল


ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপুর পিতা তালেব উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিংসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

গত কয়েকদিন ধরে তালেব উদ্দিন শ্বাসকষ্ট ও উচ্চ ডায়াবেটিস সমস্যা নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তিনি রংপুর সরকারি হাঁসমুরগী খামারের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে রংপুরের লালবাগ বাজার জামে মসজিদে নামাজে জানাযা শেষে দর্শনা মোড়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
জামিউল আহসান সিপুর পিতার মৃত্যুতে ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মর্তুজা হায়দার লিটন ও সাধারণ সম্পাদক ইমরুল কাউছার ইমন, আরডিআরএফ’র সভাপতি আপেল শাহরিয়ার ও সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিক নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত