Homeদেশের গণমাধ্যমেসাঁওতাল নারীকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

সাঁওতাল নারীকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে


গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীকে মারধর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রাজাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে রাজধানীর শাহবাগের প্রিতম হোটেল থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পরে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, গত শুক্রবার উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট বরট্ট গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে ফিলোমিনা হাসদা ও তার পরিবারের সদস্যদের মারধর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুলের বিরুদ্ধে। ওই ঘটনায় রাজাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক পদ থেকে রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত