Homeদেশের গণমাধ্যমেসরিষাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

সরিষাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার


জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) সরিষাবাড়ী থানার এসআই মুস্তাফিজুর রহমান বাদি হয়ে মামলা করলে বিকালে তাদের কারাগারে পাঠানো হয়। সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিমলা বাজার ইস্পাহানী এলাকার মো. মজিবর রহমানের ছেলে হৃদয় হোসেন শাকিল (২৪), সিমলা বাজার রেল কলোনির আলতাফ হোসেন ড্রাইভারের ছেলে সাজ্জাদ হোসেন (২৬) ও বড়বাড়িয়া গ্রামের মিজানুর রহমান মির্জালের ছেলে মিথুন আহমেদ শাওন (১৯)। তারা সবাই ছাত্রলীগের সদস্য।

পুলিশ ও মামলা এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পৌরসভার বাউসী বাজার এলাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, ২ ফুট ৪ ইঞ্চি লম্বা একটি লোহা রড় ও ১টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়েছে।

মামলার বাদী এসআই মুস্তাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে জমায়েত হয়ে মিছিল করছিল। এমন সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় এজহারভুক্ত ৩৫জন এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া কালবেলাকে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গভীর রাতে জমায়েত হয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ তিনজনকে আটক করে সন্ত্রাস বিরোধী মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত