Homeদেশের গণমাধ্যমেসরকারি চাল চুরির সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

সরকারি চাল চুরির সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক


ঠাকুরগাঁও সদরে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির সময় আমিনুল ইসলাম নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাতে উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটক আমিনুল ইসলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর ছেলে। এসময় স্থানীয় জনসাধারণ ইউনিয়ন পরিষদের পাশের গোডাউন থেকে চাল বোঝাই একটি ট্রাক্টর আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল গভীর রাতে ট্রাক্টরে করে বাসায় সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিলো। ট্রাক্টরটির ইঞ্জিনের শব্দ শুনে নৈশপ্রহরীসহ স্থানীয় বাসিন্দারা এগিয়ে যান। তারা দেখেন কয়েকজন লোক ট্রাক্টরে চাল তুলছেন। এসময় অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলাম আটক হন। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

এছাড়া পলাতকদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নসিরুদ্দিনের ছেলে সুলতান ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে চালভর্তি ট্রাক্টরসহ আমিনুল ইসলামকে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশ না করে প্রত্যক্ষদর্শী একজন অভিযোগ করেন, বেগুনবাড়ি ইউনিয়নের বিএনপি নেতা হাবিব এই অভিযুক্তদের লালনপালন করেন। গরিবের হক মেরে যারা নিজেদের আখের গোছাতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা চাই প্রশাসন দ্রুত এর তদন্ত করে বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনুক।

স্থানীয়রা বলেন, চাল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাতেনাতে ধরা পড়ায় আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তানভীর হাসান তানু/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত