সম্পর্ক উন্নয়নে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল–শারা প্রথম বিদেশ সফরে গতকাল রোববার সৌদি আরব গেছেন। গত ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে উৎখাতের পর এটাই আল–শারার প্রথম আন্তর্জাতিক সফর।
সৌদি আরব সফরে আল–শারার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল–শাইবানি। সৌদি টেলিভিশন চ্যানেল আল–একবারিয়ার তথ্য অনুযায়ী, গতকাল আল–শারার উড়োজাহাজ সৌদি পৌঁছানোর পর দেশটির কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।