Homeদেশের গণমাধ্যমেসম্পত্তির পাশাপাশি বিশ্বে বেড়েছে ধনকুবেরের সংখ্যা

সম্পত্তির পাশাপাশি বিশ্বে বেড়েছে ধনকুবেরের সংখ্যা


প্রতি বছর বিশ্বজুড়ে বিলিয়নিয়ার বা ধনকুবেরদের তালিকা প্রকাশ করছে ফোর্বস ম্যাগাজিন। ১৯৮৭ সাাল থেকে তারা এ বিষয়ে তথ্য প্রকাশ করছে।

প্রথম বছর তারা ১৪০ জন বিলিয়নিয়ার খুঁজে পেয়েছিল। এরপর বিলিয়নিয়ারের সংখ্যা এক হাজার ছড়াতে লেগে যায় দুই দশক।

২০১৭ সালে এই বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়ায় দুই হাজার। এখন আট বছর পর অর্থাৎ ২০২৫ সালে বিশ্বে ধনকুবেরের সংখ্যা বেড়ে তিন হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। যা আগের বছরের তুলনায় ২৪৭ জন বেশি।

তবে শুধু এই সময়ে শুধু বিলিয়নিয়ারের সংখ্যাই বাড়েনি, তাদের সম্পত্তিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাদের মোট সম্পত্তির পরিমাণ ১৬ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। যা ২০২৪ সালের তুলনায় প্রায় দুই ট্রিলিয়ন ডলার বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি ধনকুবের যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৯০২ জন বিলিয়নিয়ার রয়েছেন। এর পরেই চীনের অবস্থান। দেশটিতে ৫১৬ জন বিলিয়নিয়ার রয়েছে। এক্ষেত্রে ২০৫ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

এই তালিকা তৈরি করার ক্ষেত্রে চলতি বছরের ৭ মার্চ থেকে স্টকের দাম ও বিনিময় হার ব্যবহার করা হয়েছে।

সূত্র: ফোর্বস

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত