গবেষকেরা লক্ষ্য করেছেন, উষ্ণতা বৃদ্ধির হার রৈখিক নয়। গত ৪০ বছরে যে বৃদ্ধি হয়েছে, তা আগামী ২০ বছরের কম সময়ের মধ্যে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা যায়, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে সমুদ্র টানা ৪৫০ দিন ধরে রেকর্ড উচ্চ তাপমাত্রা ধারণ করছে।
যদিও এই তাপপ্রবাহের কারণ ছিল এল নিনো নামের একটি ঘটনা, যা প্রশান্ত মহাসাগরের উষ্ণ পরিস্থিতির সঙ্গে যুক্ত। রেকর্ডমাত্রার উষ্ণতার জন্য ৪৪ শতাংশ দায়ী হচ্ছে সমুদ্রের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের হার আগামী দশকের দ্রুত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন বিজ্ঞানীরা। কার্বন নির্গমনের কমানোর বিকল্প নেই বলে মনে করেন তাঁরা।
সূত্র: পপুলার মেকানিকস