Homeদেশের গণমাধ্যমেসমতাকে এগিয়ে নিতে জোরালো বৈশ্বিক সহযোগিতা ও বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

সমতাকে এগিয়ে নিতে জোরালো বৈশ্বিক সহযোগিতা ও বিনিয়োগের আহ্বান বাংলাদেশের


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়ন ত্বরান্বিত করতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং কোনও নারী ও কন্যা যাতে পিছিয়ে না পড়ে থাকে তা নিশ্চিত করতে শক্তিশালী অংশীদারত্ব, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন করে প্রতিশ্রুতির আহ্বান জানান।

বৃহস্পতিবার (২০ মার্চ) নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ৬৯) ৬৯তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা শারমিন মুরশিদ তার বক্তব্যে ঐতিহাসিকভাবে আত্মমুক্তি, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের জন্য প্রতিটি জাতীয় সংগ্রামের অংশ হওয়া নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পুরোভাগে ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে অভ্যুত্থানে তরুণ বিপ্লবীদের ৬৫ শতাংশ ছিল। 

তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে দায়িত্ব গ্রহণ করে এবং বাংলাদেশের জেন্ডার ল্যান্ডস্কেপ চিরতরে বদলে যায়।

শারমিন মুরশিদ বলেন, বেইজিং ঘোষণা এবং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূর করার জন্য একটি রূপান্তরমূলক সংস্কার এজেন্ডা শুরু করেছে এবং প্রথমবারের মতো লিঙ্গ বৈষম্যের বাধাগুলো মোকাবিলার জন্য নারীর ক্ষমতায়নের মৌলিক পূর্বশর্ত হিসেবে নারীর বিরুদ্ধে সহিংসতা দূর করাতে একটি ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সহিংসতার শিকার নারীদের ২৪ ঘণ্টার মধ্যে সহায়তার জন্য কুইক রেসপন্স টিম চালু করেছে।

সিএসডব্লিউ৬৯ সেশনের অংশ হিসেবে উপদেষ্টা ‘ন্যাশনাল মেকানিজম ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এমপাওয়ারমেন্ট অব উইমেন অ্যান্ড গার্লস: রিকমিটিং, রিসোর্সিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং ইমপ্লিমেন্টেশন অব দ্য বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন টু দ্য অ্যাচিভমেন্ট অব দ্য এসডিজিস অর্জনে অংশগ্রহণ’ শীর্ষক মিনিস্ট্রিয়াল গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও সেরা চর্চাগুলো তুলে ধরেন।

সিএসডব্লিউ৬৯ সম্মেলনের ফাঁকে উপদেষ্টা চীন, সুইডেন, মেক্সিকো ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং বাংলাদেশে সামাজিক ব্যবসা হিসেবে নারী উন্নয়ন, লিঙ্গ সমতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচেষ্টা এবং কেয়ার ইকোনমির উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশ, নেপাল ও ফিনল্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইনভেস্টিং ইন কেয়ার-এ পাথওয়ে টু ইকোনমিক গ্রোথ অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। যেখানে নেপালের মন্ত্রী, বাংলাদেশ, নেপাল ও ফিনল্যান্ডের উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি এবং ইউএন উইমেন, আইএলও, এডিবি এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। এতে সুশীল সমাজ ও আন্তর্জাতিক সংস্থাগুলো অংশ নেবে। তিনি তুরস্ক ও তিউনিসিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রসঙ্গত, উপদেষ্টা শারমিন এস মুরশিদ গত ১০ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের ৬৯তম অধিবেশনে যোগ দিতে এবং লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক সেবায় বিনিয়োগ, অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে অংশীদারত্ব সম্পর্কিত বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যুক্ত হতে নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে রয়েছেন।  





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত