২০১৯ সালে ওয়ার্ল্ড (আগের নাম ওয়ার্ল্ডকয়েন) প্রতিষ্ঠা করেন স্যাম অল্টম্যান, ম্যাক্স নভেনস্টার্ন ও অ্যালক্সে ব্লানিয়া। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হচ্ছে মানুষের চোখের মণি বা আইরিস স্ক্যান করে ডিজিটাল পরিচিতি তৈরি করা, যা ভবিষ্যতে ডিজিটাল পাসপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে। ফলে ডিজিটাল দুনিয়াতেকে সত্যিকারের মানুষ আর কে অনলাইনে চ্যাটবট তা সহজেই জানা যাবে। গত বছর কার্যক্রম শুরুর পর এরই মধ্যে বিশ্বজুড়ে প্রায় ৬৯ লাখ নিবন্ধিত ব্যক্তির চোখের মণি স্ক্যান করেছে প্রতিষ্ঠানটি, যা নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।