Homeদেশের গণমাধ্যমেসব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আমির হামজা

সব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আমির হামজা


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সব আলেম-ওলামা ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দ্বীনের খেদমতে আমাদের মেহনত করতে হবে। বুধবার (০৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলে তিনি এসব কথা বলেন।

গোয়ালন্দ কলেজপাড়া ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমির মওলানা জালাল উদ্দীন প্রামানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুনিয়াতে আমরা যেমন মানুষের সঙ্গে উঠাবসা করব, কেয়ামতের দিন আমাদের তেমন মানুষের সঙ্গেই হাশর-নাশর হবে।

এ সময় তিনি রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রী কাজী কেরামত আলী এবং তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ইঙ্গিত করে বলেন, আপনার ওঠাবসা যদি বড়ভাই-মেজো ভাইয়ের সঙ্গে থাকে, তাহলে কেয়ামতের দিন তাদের সঙ্গেই আপনার হাশর-নাশর হবে।

মাহফিলে আরও বক্তব্য দেন মাওলানা হুসাইন আহম্মদ মাহফুজ-চুয়াডাঙ্গা, গোয়ালন্দ সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ। মাহফিলে কয়েক হাজার নারী-পুরুষ ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত