ছোট্টবেলা থেকেই মায়ের শরীরের ঘ্রাণের সঙ্গে পরিচয়। পৃথিবীজুড়ে এরপর যত মানুষের সঙ্গেই আলাপ-পরিচয় বা অন্তরঙ্গতা হোক না কেন, মায়ের সেই ঘ্রাণটা আর কারও কাছেই পাওয়া যায় না। আদতে প্রতিটি মানুষের শরীরের ঘ্রাণই আলাদা। অবশ্য আপনি যদি সুগন্ধি ব্যবহার করেন, তাহলে আপনার শরীরে নিশ্চয় সেই ঘ্রাণই পাওয়া যাবে। তবে স্বাভাবিকভাবেই সবার শরীরের নিজস্ব একটা গন্ধ থাকে। আর কার গায়ের গন্ধ কেমন হবে, একাধিক বিষয়ের ওপর তা নির্ভর করে।
প্রত্যেকের শরীরের গন্ধ আলাদা হওয়ার অন্যতম কারণ জিনগত পার্থক্য। হরমোনের প্রভাবেও দেহের গন্ধে ভিন্নতা আসে। এ বিষয়গুলো আমাদের হাতে নেই। তবে জীবনধারার সঙ্গেও শরীরের ঘ্রাণের সম্পর্ক আছে। এ সম্পর্কে বলছিলেন রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিনথিয়া আলম।