Homeদেশের গণমাধ্যমেসন্ধ্যা ৭ টায় আসছে বাপ্পার নতুন গান  

সন্ধ্যা ৭ টায় আসছে বাপ্পার নতুন গান  


এনামুল করিম নির্ঝরের কথা-সুরে ‘কেন হাতের মুঠোর মধ্যেখানে’ শিরোনামের গান নিয়ে আসছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

বৃহস্পতিবার (জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের আওতাভুক্ত  মৌলিক এ গানটি প্রকাশিত হবে গানশালা-ইকেএনসি ইউটিউব চ্যানেলে।

গানটিতে সঙ্গীতায়োজন করেছেন সৈয়দ কামরুল ইসলাম সুজন।

জানা যায়, গত বছরের মাঝামাঝি থেকে ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের উদ্যোগে গানশালা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে নয়টি অ্যালবামে সন্নিবেশিত ৬৩টি মৌলিক গানের সংকলন ‘যেটা আমাদের নিজের মতোন’।

প্রকাশের এ পর্যায়ে আসছে বাপ্পা মজুমদারের গাওয়া গানটি। এছাড়াও, সংকলনটিতে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মোস্তফা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ, অর্ণব, সোমনুর মনির কোনাল, সভ্যতা, ফারহিন খান জয়িতাসহ ৫৪ জন নবীন ও প্রবীণ শিল্পী।

গানগুলোর সংগীতায়োজন করেছেন ১২ জন তরুণ সঙ্গীত পরিচালক। এই সংকলনে নয়টি অ্যালবামের প্রতিটিতে সাতটি করে গান রয়েছে।

সংকলনের সবগুলো গানের কথা লিখেছেন, সুর দিয়েছেন এনামুল করিম নির্ঝর। 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক প্রক্রিয়ায় এনামুল করিম নির্ঝর স্থাপত্য, চলচ্চিত্র ও সঙ্গীতসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সৃজনশীল-সামাজিক উদ্যোগ নিয়েছেন। এর ভেতর সঙ্গীত উদ্যোগের প্রথম প্রয়াস মৌলিক গান নির্মাণের এ প্রকল্প।

বলা দরকার, গানশালা মৌলিক গান নির্মাণের নিয়মিত চর্চা করে যাচ্ছে। যার  ভিত গড়তে প্রাতিষ্ঠানিক ও বুদ্ধিবৃত্তিক সামাজিক দায়বদ্ধতাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়ার উদ্দেশ্য কণ্ঠশিল্পী, বাদ্যযন্ত্রী, গীতিকার, সুরকার, শব্দ প্রকৌশলী, সঙ্গীতায়োজক ও প্রযোজকদের জন্য একটি ছাউনি তৈরি করা। যার মাধ্যমে তারা সৎভাবে অর্থ উপার্জন করবে। একসময় তারাই এ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নেবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত