মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও ইউএনওকে কর্মস্থলে পুনবর্হালের দাবিতে আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচিতে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মুনশী ইশারত, যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক খান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, সদরপুর উপজেলা নায়েবে আমির আবু বকর সিদ্দিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সদরপুর উপজেলার ইউএনও আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাঁকে নিজ-কর্মস্থলে পুনরায় বহাল রাখা হোক।