আজ ওই শিক্ষকের বিদায় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রফিক-ই-বাদল, ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি তাহেরুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।
বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিম চাকরির নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করতে গিয়ে কেঁদে ফেলেন। তাঁর কান্নায় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা চোখের পানি ধরে রাখতে পারেননি। আনুষ্ঠানিকতা শেষে তাঁকে একটি সজ্জিত রিকশায় করে বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে তাঁর বাড়ি পৌঁছে দেওয়া হয়।
বিদায়বেলা রহিম সাংবাদিকদের বলেন, এইচএসসি পাস করে শিক্ষকতা শুরু করেন। এরপর বিএসসি পাস করেন। ৪৩ বছরের শিক্ষকতা জীবনে তাঁর অনেক ছাত্র কেউ ম্যাজিস্ট্রেট, কেউ চিকিৎসকসহ নানা সম্মানজনক পেশায় গেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কতটুকু দিতে পেরেছি, জানি না; তবে শিক্ষকতা করে আর্থিক উন্নয়ন করতে পারিনি। বিদায়বেলা সহকর্মী ও শিক্ষার্থীদের যে ভালোবাসা ও আন্তরিকতা পেলাম, তা কখনো ভুলব না।’