গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানার ছোট বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার জৈনাবাজার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামে কারখানায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সুজন (২৬), রহিজ উদ্দিন (২৭), ইয়াসিন আলী (২০), মো. শাহজাহান (২৪), সুনিয়া (২৩), সারজিনা (২৫), কুলসুম (২৭), আমেনা (২৯), মো. রইস উদ্দিন (২৬), মো. ইকবাল হোসেন (৩০), মো. রনি (২৩) ও আরিফুল ইসলাম (২৪)। তাঁদের মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।