Homeদেশের গণমাধ্যমেশ্রমিকলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা

শ্রমিকলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা


পাবনার ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পাকশীর বিএনপি নেতারা।

সোমবার (৬ জানুয়ারি) পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সংলগ্ন আমতলায় এ ঘটনা ঘটে।

পাকশী ইউনিয়নের বিএনপি নেতা মনিরুজ্জামান টুটুল সরদার বলেন, বিগত সময়ে শ্রমিকলীগ নেতা নজরুল বিভিন্ন সময়ে রেলের নিয়োগ বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতি করেছেন। দলীয় প্রভাব খাটিয়ে পাকশীতে বিএনপিকে কোনো অনুষ্ঠান করতে দেয়নি। এমনকি জাতীয় দিবস পালনেও বাধা দিয়ে আমাদের আয়োজন ভণ্ডুল করেছেন।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও তিনি পাকশী রেলওয়ে অফিসে দাপট দেখিয়ে চলছিলেন। গত সোমবার এমনই এক ঘটনাক্রমে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পাকশী আমতলা এলাকায় নজরুল ইসলামকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত