বিএনপি নেতা আবদুল ওয়াহেদ বলেন, বিকেল পাঁচটার দিকে বিএনপি নেতা সোলায়মানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে বংশীপুরের দিকে যাওয়ার সময় মিছিল থেকে তাঁর পক্ষের নেতা আশেক-ই-এলাহির ইসমাইলপুর এলাকার বাড়িতে ইট ছোড়ে। এ সময় আশেক-ই-এলাহির ১০ বছর বয়সী ছেলে আহত হয়। এ ছাড়া আবদুর রশিদ, আবদুর রাজ্জাকসহ কয়েকজন আহত হন।
তবে বিএনপি নেতা সোলায়মান কবীর বলেন, প্রশাসনের অনুরোধে তাঁরা হায়বাদপুর এলাকা থেকে বংশীপুর এলাকায় ফিরে যাওয়ার সময় বিএনপি নেতা আশেক-ই-এলাহির বাড়ির ভেতর থেকে তাঁদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় তাঁদের ছয়জন আহত হন।