৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে প্রথম দিন থেকে এবার নতুন রেকর্ড হয়েছে। আজ বুধবার শেষ দিনে দুটি রেকর্ডের সাক্ষী হলো সবাই। পোল ভল্ট ও ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে নতুন রেকর্ড দিয়ে তিন দিনের প্রতিযোগিতা শেষ হয়েছে।
বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ছেলেদের পোল ভল্টে সেনাবাহিনীর সৌরভ মিয়া ১৯ বছর পর নতুন রেকর্ড গড়েছেন। আজ তিনি ৪ দশমিক ৫০ মিটার উচ্চতা অতিক্রম করে ভেঙেছেন ২০০৬ সালে হুমায়ুন কবিরের ৪ দশমিক ৩৫ মিটার উচ্চতায় অতিক্রম করা রেকর্ডটি। প্রথম স্বর্ণপদকও জেতা হয়েছে। পদক জিতে সৌরভ বলেছেন, ‘অনেক কষ্ট করতে হয়েছে এই পদকের জন্য। এমনিতে আমাদের সুযোগ সুবিধা কম।’
সৌরভের পাশাপাশি ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে ৩২ বছরের পুরানো রেকর্ড ভেঙে দিয়েছেন শিরিন-নুসরাতরা। নৌবাহিনীর চার অ্যাথলেট শিরিন আক্তার, নুসরাত জাহান, নাথেরা খাতুন ও সাবিয়া আল সোহা ৩ মিনিট ৫১ দশমিক ৬২ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন। আগের রেকর্ডটি হয়েছিল ১৯৯৩ সালে। ৩ মিনিট ৫৫ দশমিক ৫৫ সেকেন্ডে তখন রেকর্ড গড়েছিলেন নাছিমা, সুবর্ণা, মনিয়া ও সুমিতা।
দুই জাতীয় রেকর্ড ছাড়াও ২০০ মিটার দৌড়ে নৌবাহিনীর শিরিন আক্তার ও রাকিবুল হাসান সেরা হয়েছেন। ছেলেদের ২০০ মিটারে জহির রায়হানকে পরাস্ত করতে রাকিবুল ২১ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়েছেন। ২০০ মিটারে এ নিয়ে তার তৃতীয় স্বর্ণ।
আর মেয়েদের ২০০ মিটার দৌড়ে ১৬ বার দ্রততম মানবী হওয়া শিরিন হারিয়েছেন সুমাইয়া দেওয়ানকে। সোনা জিততে শিরিনের লেগেছে ২৪ দশমিক ৭৪ সেকেন্ড। শিরিন এনিয়ে ১২ বার এই ইভেন্টে প্রথম হলেন।
এবার জাতীয় অ্যাথলেটিকসে বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য বেশি। ২১ স্বর্ণ, ১৭ রৌপ্য, ১২ ব্রোঞ্জসহ মোট ৫০টি পদক জিতেছে তারা। পদক তালিকার দুইয়ে থাকা বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ১৯ স্বর্ণ, ১৯ রৌপ্য, ১৯ ব্রোঞ্জসহ ৫৭ পদক। আর সেরা অ্যাথলেট হয়েছেন নাজমুল হোসেন রনি ও বর্ষা খাতুন। সেরা কোচ/সংগঠক ফরিদ খান চৌধুরী।