Homeদেশের গণমাধ্যমেশেবাগের ২০ বছরের সংসার ভাঙার গুঞ্জন

শেবাগের ২০ বছরের সংসার ভাঙার গুঞ্জন


বিয়ের ২০ বছর পরে ভাঙতে চলেছে ভারতের সাবেক হার্ডহিটার বীরেন্দর শেবাগ ও আরতি আহলাওয়াতের সংসার? তেমনই জল্পনা শুরু হয়েছে।

হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলছে, ইনস্টাগ্রামে শেবাগ ও আরতি একে অপরকে সম্ভবত আনফলো করে দিয়েছেন। কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তারা। অবনতি হয়েছে সম্পর্কের। এমন পরিস্থিতি তাদের ডিভোর্সের আশঙ্কা তৈরি করেছে। যদিও এ বিষয়ে দুজনই চুপ।

সম্প্রতি কিছু ঘটনা শেবাগ ও আরতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের আগুন উসকে দিয়েছে। দীপাবলিতে ছেলে ও মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন শেবাগ। কিন্তু সেই পোস্টে আরতির কোনও নাম নেননি সাবেক ওপেনার। 

আবার সপ্তাহখানেক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেরলের পালাক্কড়ে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন শেবাগ। তাতেও আরতির বিষয়ে কোনও কথা ছিল না। তাতে তাদের সম্পর্কে নাকি ফাটলের ইঙ্গিত পাচ্ছেন কেউ-কেউ। এছাড়া আরতির জন্মদিনেও ভারতের সাবেক ক্রিকেটারের ইনস্টাগ্রামে কোনও পোস্ট ছিল না। যিনি অতীতেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

২০০৪ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন আরতি ও শেবাগ। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছিল।

তাদের দুই সন্তানও আছে। ২০০৭ সালে প্রথম সন্তান আর্যবীর জন্মগ্রহণ করেন। তিন বছর পরে দ্বিতীয় সন্তান বেদান্ত ২০১০ সালে জন্মগ্রহণ করেন বেদান্ত।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত