Homeদেশের গণমাধ্যমেশেখ হাসিনা পালালেও ষড়যন্ত্র পালায়নি: এ্যানি

শেখ হাসিনা পালালেও ষড়যন্ত্র পালায়নি: এ্যানি


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এতদিন স্লোগান দিয়েছি, মিছিল করেছি, মিটিং করেছি। স্লোগানে স্লোগানে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু ষড়যন্ত্র পালায়নি। আওয়ামী লীগের দু:শাসন এখনো মনে দাগ কাটে।তাদের অত্যাচার নির্যাতন আমরা ভুলে যাইনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজ সবুজ দল চ্যাম্পিয়ন ও লাল দল রানার্স আপ হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিএনপিসহ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছে সবাই একত্রিত হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। তবে যেনতেন ঐক্য হলে চলবে না। এটি হবে ইস্পাতকঠিন ঐক্য। যার কোনো বিকল্প নাই। যদি আমাদের মধ্যে তারুণ্যের শক্তি না থাকে তাহলে আবারও বিপদে পড়ে যাব। তা হতে দেওয়া যাবে না। তারুণ্য আর ছাত্রদলের রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে হাইভোল্টেজ হয়েছে৷ এই কঠিন পাওয়ারের কাছে হাসিনা-এরশাদ পরাজিত হয়েছে। সামনে কেউ কোনো ষড়যন্ত্র করে আসতে চাইলে সেও পরাজিত হবে।

বিগত সরকারের সময়ে ছাত্ররা ক্যাম্পাসে আসতে পারতো না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ছাত্রদলসহ বিরোধী রাজনৈতিক দলের ছাত্রদের ফ্যাসিস্ট সরকার খেলাধুলা করতে, পড়ালেখা করতে ও পরীক্ষা দিতে দেয়নি। যার কারণে আমাদের তরুণ-যুবসমাজ অনেক ক্ষেত্রে বঞ্চিত ছিল।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মঞ্জুরুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল প্রমুখ।

কেকে/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত