ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও বিগত আওয়ামী লীগের বিচার না হলে অন্তর্বর্তী সরকারকেও জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।
তিনি বলেন, ‘স্বৈরাচারী শাসক হাসিনা সীমান্তের ওপারে থেকে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র আলেম সমাজেরা প্রতিহত করবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পূর্ণাঙ্গ ইসলামি ব্যবস্থার চালু করতে হবে।’
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনে খেলাফত মজলিসের আয়োজনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, ‘ইনসাফভিত্তিক সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। পূর্ণাঙ্গ একটি ইসলামি বিপ্লবের মাধ্যমে খেলাফত সরকার প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস।’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে একটি রোডম্যাপ দেওয়ার কথা বলেন তিনি।
খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির খুরশিদ আলম কাশেম, যুগ্ম-মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, মোহাম্মদ আতাউল্লাহ, জালালুদ্দিন আহসানসহ নোয়াখালী জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।