Homeদেশের গণমাধ্যমেশেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার টানিয়ে বই বিতরণ, অভিভাবকদের ক্ষোভ

শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার টানিয়ে বই বিতরণ, অভিভাবকদের ক্ষোভ


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল মঙ্গলবার চাকরি থেকে অবসরে গেছেন। এ কারণে আজ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আজ সকালে বই বিতরণের সময় বিদ্যালয়ে থাকা পুরোনো একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। কিন্তু ব্যানারে যে শেখ হাসিনার ছবি রয়ে গেছে, সেটি তাঁরা খেয়াল করেননি। কারণ, কয়েক বছর ধরে ওই ব্যানারটি টানিয়ে বই বিতরণ করা হচ্ছিল। সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ভুলটি হয়েছে।

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণের একটি ছবি তিনি পেয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে তিনি এরই মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত