Homeদেশের গণমাধ্যমেশুল্ক ফাঁকি দিয়ে আনা অর্ধ কোটি টাকার কসমেটিকসসহ একজন গ্রেফতার

শুল্ক ফাঁকি দিয়ে আনা অর্ধ কোটি টাকার কসমেটিকসসহ একজন গ্রেফতার


শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা আনুমানিক ৪৮ লাখ টাকার কসমেটিকসসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম ফিরোজ আলম বাবু (৩৭)।

সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বনশ্রীতে ফিরোজের বাসায় অভিযান চালিয়ে ওইসব কসমেটিকস জব্দ করা হয়েছে। কসমেটিকস লোড করার সময় তার বাসার সামনে থেকে একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। এইসব পণ্য আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে আনা হয়েছে। এর মধ্যে রঙ ফরসাকারী চার ধরনের পণ্য রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা। এই পণ্যে আনুমানিক ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এসব তথ্য স্থানীয়ভাবে যাচাই করেছে ডিবি।’

তিনি বলেন, ‘এই পণ্যগুলো দেশের স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হতো। এসব পণ্যের গুণগত মান যাচাইয়ের সুযোগ থাকছে না। ফলে গ্রাহকদের ক্ষতি আশঙ্কা থেকে যাচ্ছে।’

বিভিন্ন সময় চোরাইমাল আটক হয় কিন্তু এর সঙ্গে জড়িত মূলহোতারা আড়ালে থাকছে। তাদের গ্রেফতারের বিষয় জানতে চাইলে ডিসি মিজান বলেন, ‘ফিরোজ আমাদের জানিয়েছে, একটি চক্রের মাধ্যমে স্থলবন্দর এড়িয়ে সীমান্ত দিয়ে পণ্য আসে। পরে সেটি ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে যায়। তবে এ ক্ষেত্রে স্থানীয় কিছু লোক জড়িত আছে। এই চক্রের প্রতিটি ধাপে লোক আছে। মামলার তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে। মূলহোতাকে গ্রেফতার করা হবে।’

সীমান্তে কোনও দুর্বলতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সীমান্তে বিজিবি আছে। তারা সীমান্ত সুরক্ষায় কাজ করছে। দেশের তিন দিক দিয়ে ভারতের সঙ্গে সীমান্ত। এই বিশাল সীমান্তটি বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সুরক্ষা দিচ্ছে। তবে যারা অপরাধী তাদের ভিন্ন ভিন্ন কৌশল থাকে। সময়ের সঙ্গে তারা কৌশল পরিবর্তন করে।’

গ্রেফতার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত