রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল আউয়াল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভালো মানুষ হওয়ার চেষ্টা সব সময় করে যেতে হবে। মিথ্যা বলা যাবে না। এই শপথ ভঙ্গ করলে জীবন ব্যর্থ।’
গ্রামীণফোন চট্টগ্রামের সার্কেল বিজনেস হেড সামরিন বোখারী শিক্ষার্থীদের বলেন, ‘এখন বই পড়ার চর্চা ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু আপনারা ধরে রেখেছেন। তাই আপনাদের অভিনন্দন। সেই দুই দশক ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করছে গ্রামীণফোন। কারণ, আমরা চাই বাংলাদেশে একঝাঁক আলোকিত মানুষ তৈরি হোক। তরুণ প্রজন্ম হবে বুদ্ধিমান, সচেতন ও দেশপ্রেমী। এ জন্যই বই পড়া ও জ্ঞান অর্জন করার বিকল্প নেই।’
অনুষ্ঠানে বক্তব্য দেন রেডিসন ব্লু চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মোহাম্মদ আলী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।