Homeদেশের গণমাধ্যমেশুধু গান নয়, থাকবে আগুনের গল্পটাও

শুধু গান নয়, থাকবে আগুনের গল্পটাও


বিশ্বের সবচেয়ে বড় সংগীত স্বীকৃতি গ্র্যামি। যা গত ৬৬ বছর ধরে প্রদান করে আসছে। যথারীতি এবারও সেই প্রস্তুতি প্রায় শেষ। গত নভেম্বরেই ঘোষণা হয়েছে মনোনয়নপ্রাপ্তদের নাম ও অনুষ্ঠানের তারিখ। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার।

এরমধ্যে গ্র্যামির শহর লস অ্যাঞ্জেলেসে ঘটেছে ইতিহাসের ভয়াবহতম দাবানলের ঘটনা। যে আগুন জ্বলছে এখনও। এ নিয়ে এবারের গ্র্যামি আসর নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। সঠিক সময়ে হবে তো! নাকি হবেই না। কারণ, পোড়াবাড়িতে এমন আনন্দ আয়োজন তো হবার কথা নয়।

অবশেষে জানা গেলো, এমন অনিশ্চয়তা ছাপিয়ে নির্দিষ্ট তারিখেই (২ ফেব্রুয়ারি) ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায়। তবে অনুষ্ঠান আয়োজনে থাকছে ব্যতিক্রম বিষয়। আয়োজকরা এরমধ্যে জানিয়েছেন, এবারের আয়োজনে শুধু সংগীতের আনন্দই ঘিরে থাকছে না, থাকবে আগুনে পোড়া বিষণ্ণতা আর সেই ছাইচাপা শহরটাকে ফের সবুজে ফেরানোর যৌথ সংকল্প ও উদ্যোগ। 

২৪ জানুয়ারি কর্তৃপক্ষ জানায়, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস শুধুমাত্র সংগীতের সেরা কৃতিত্ব ঘোষণা করে উদযাপন করবে না, পাশাপাশি লস অ্যাঞ্জেলেসে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহেও ভূমিকা রাখবে।

এদিন গ্র্যামির পক্ষ থেকে আরও জানানো হয় এবারের আসরে পারফর্ম করতে যাওয়া শিল্পীদের নাম। যার মধ্যে থাকছেন বেংসন বুন, বিলি আইলিশ, চ্যাপেল রোয়ান, চার্লি এক্সসিএক্স, ডোইচি, রে, সাব্রিনা কার্পেন্টার, শাকিরা এবং টেডি সুইমস।

এরমধ্যে ৯ বার গ্র্যামি বিজয়ী বিলি এবার ৭টি বিভাগে মনোনীত হয়েছেন। তার অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ এবং ‘বার্ডস অব আ ফেদার’ গানটি বিভিন্ন বিভাগে মনোনীত হয়েছে। আরেক পারফর্মার চ্যাপেল রোয়ান প্রথমবারের মতো মনোনীত হয়ে ৬টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার অ্যালবাম ‘দ্য রাইস অ্যান্ড ফল অব আর মিডয়েস্ট প্রিন্সেস’ বেশ প্রশংসিত হয়েছে। চার্লি এক্সসিএক্স ৮টি বিভাগে মনোনীত হয়েছেন। তার অ্যালবাম ‘ব্রাট’ এবং ‘থ্রিসিক্সটি’ গানটি উল্লেখযোগ্য। ডোইচি প্রথমবার মনোনীত হয়ে ৩টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে সেরা র‌্যাপ অ্যালবামের জন্য তার ‘অ্যালিগেটর বাইটস নেভার হেল’ রয়েছে। অন্যদিকে রে ৩টি বিভাগে মনোনীত, যার মধ্যে রয়েছে সেরা গান রচয়িতা ও ‘ইঞ্জিনিয়ার্ড’ অ্যালবাম। সাব্রিনা কার্পেন্টার ৬টি বিভাগে মনোনীত, তার অ্যালবাম ‘শর্ট এন সুইট’ এবং ‘এসপ্রেসো’ গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য। শাকিরা তার লাতিন পপ অ্যালবাম ‘লাস মুজেরেস ইয়া নো লর্ন’ সেরা লাতিন পপ অ্যালবামের জন্য মনোনীত। এছাড়া টেডি সুইমস প্রথমবারের মতো মনোনীত হয়ে সেরা নতুন শিল্পীর বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিলি আইলিশ এদিকে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ইতিহাসে মনোনয়ন তালিকায় সবাইকে ছাড়িয়ে গেলেন আমেরিকান তারকা বিয়ন্সে। ‘কাউবয় কার্টার’ অ্যালবামের জন্য এবার তিনি ১১টি বিভাগে মনোনীত হয়েছেন। এর সুবাদে গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক মনোনয়ন পাওয়া শিল্পী বনে গেলেন এই সুপারস্টার। তার প্রাপ্ত মনোনয়ন সংখ্যা এবার দাঁড়িয়েছে ৯৯-এর ঘরে। যদি গ্র্যামির এবারের আসরের পারফরমারের তালিকায় বিয়ন্সের নাম পাওয়া যায়নি। 

আনন্দের পাশাপাশি আগুনের গল্প

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত সংগীত পেশাদারদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করবে। ইতিমধ্যেই রেকর্ডিং অ্যাকাডেমি এবং মিউজিকেয়ারস একসাথে ৩.২ মিলিয়ন ডলারের বেশি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

গ্র্যামি অ্যাওয়ার্ডসের সিইও হার্ভি ম্যাসন জুনিয়র বলেন, ‘এবারের গ্র্যামি কেবল সংগীত উদযাপন করবে না, এটি দেখাবে কীভাবে সংগীতের শক্তি মানুষকে পুনর্গঠন ও সহায়তা করতে পারে।’

উপস্থাপক ও প্রযোজনা

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫-এর সঞ্চালক থাকছেন ট্রেভর নোয়া। এটি পরিচালনা করবে ফুলওয়েল ৭৩ প্রোডাকশনস। 

লস অ্যাঞ্জেলেসের দাবানল গ্র্যামি সরাসরি দেখবেন যেভাবে

অনুষ্ঠানের দিন দর্শকরা live.grammy.com এর মাধ্যমে এক্সক্লুসিভ কনটেন্ট, পারফরম্যান্স এবং রেড কার্পেটের মতো বিশেষ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

এছাড়াও গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসরটি ২ ফেব্রুয়ারি সিবিএস এবং প্যারামাউন্ট প্লাসে সরাসরি সম্প্রচার হবে। অনুষ্ঠানটি স্থানীয় সময় রাত ৮টা থেকে ১১টা ৩০ পর্যন্ত সম্প্রচারিত হবে এবং প্যারামাউন্ট+ এর মাধ্যমে অনলাইনে স্ট্রিমিংয়ের সুযোগ থাকবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত