জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ। তাঁর প্রথম সিনেমা ‘পোড়ামন-২’। দহন ও ফাগুন হাওয়া দিয়েও প্রশংসা পেয়েছিলেন তিনি। দর্শক তাঁকে চিনেছে কাজ দিয়ে। কাজ দিয়েই পৌঁছেছেন তিনি দর্শকের হৃদয়ে। তাই সিয়াম প্রেম-ভালোবাসা, বিরহের দৃশ্যে যেমন সহজ-সাবলীল, অ্যাকশনের দৃশ্যেও নিশ্চয়ই প্রাণবন্ত হয়ে উঠবেন বলে ট্রেলার দেখে আশা প্রকাশ করেছেন দর্শক। তাই গান, অভিনয়, গল্প—সব মিলিয়ে ‘জংলি’ যে দর্শককে আনন্দ দিতে পারবে, সেই আশা রাখায় যায়।
তা ছাড়া ইতিমধ্যে ‘জংলি’র শোও বেড়েছে বলে সংবাদমাধ্যমে খবর হয়েছে। সিনেমাটির উচ্ছ্বসিত কণ্ঠে দর্শক প্রশংসা করছেন। কেউ যেমন বলছেন, ‘সিনেমাটি দেখে চোখের জল ধরে রাখতে পারিনি।’ আবার কেউ বলেছেন, ‘“জংলি” ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি।’
সামাজিক মাধ্যমেও ‘জংলি’ নিয়ে লিখছেন দর্শক। মাসুদুল আমিন রিন্টু সিয়ামের অভিনয়ের প্রশংসা করে লিখেছেন, ‘সিয়ামকে নিয়ে বলি, আমি ভয়ে ছিলাম। চকলেট বয় রোমান্টিক একটা ইমেজ থেকে ভয়াবহ বিপরীত একটা ক্যারেক্টার জানি—কেন যেন বিশ্বাসযোগ্য হবে কি না এই ভয় হচ্ছিল। আমার মতো আরও অনেককে ভুল প্রমাণ করে সিয়াম তাঁর অভিনয়ের প্রতিভায় সবার মন জয় করে নিয়েছেন। জানি, একটা কঠিন চ্যালেঞ্জ! সেটা জয় করে নিজের নতুন বেঞ্চমার্ক তৈরি করেছেন সিয়াম। এটা তাঁর সেরা কাজ এবং এরপর আমার মনে হয় আমরা একটা নতুন সিয়ামকে দেখব আরও কঠিন কঠিন ক্যারেক্টরে!’ তা ছাড়া সিনেমাটি ‘শুধু এন্টারটেইন করেন নাই, আমাকে ভাবিয়েছেন।’ বলেও দেখে রিন্টু তাঁর লেখায় উল্লেখ করেছেন।