আর কোন কর্মকাণ্ড: রাত্রিযাপন ছাড়া খাদিমনগর জাতীয় উদ্যানে হাইকিং, জিপলাইন করার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি অ্যাকটিভিটি প্রস্তুত করা হচ্ছে। যার প্রতিটির জন্য ১০০ টাকা করে দিতে হবে পর্যটকদের। এর বাইরে জাতীয় উদ্যানে ঘুরে বেড়ানোর সুযোগ তো আছেই। হাইকিং অথবা জঙ্গলে ঘোরার সময় গাইড নেওয়ার ব্যবস্থা রয়েছে। একজন গাইডকে দুই ঘণ্টার জন্য দিতে হবে ৪০০ টাকা এবং এক ঘণ্টার জন্য দিতে হবে ৩০০ টাকা।
খাবারদাবার: জাতীয় উদ্যানে খাবারদাবারের ব্যবস্থা আছে। চাইলে সঙ্গে খাবার নিয়েও যেতে পারেন। অথবা সেখানে রান্না করা খাবারের ব্যবস্থা আছে। রাতের খাবার খাওয়া যাবে জনপ্রতি ২৫০ টাকায়। রাতে বারবিকিউ এবং সকালে খিচুড়ির ব্যবস্থাও আছে।
নিরাপত্তাব্যবস্থা: খাদিমনগর জাতীয় উদ্যানে বন বিভাগের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। উদ্যানে বন বিভাগের কর্মীরাও অবস্থান করেন। এ ছাড়া আশপাশে জনবসতিও রয়েছে।
যোগাযোগ: ০১৭৩৭–৮৫৩৭১৩