এদিকে বিভিন্ন সূত্র বলছে, গতকাল সন্ধ্যায় নাটক মঞ্চায়নের খবর পেয়ে ব্যানারসহ একাডেমির বাইরে অবস্থান নেয় একদল ব্যক্তি। এরপর তারা দেশ নাটকের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এ সময় আগত ব্যক্তিদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিক্ষোভকারীরা দেশ নাটকের অধিকর্তা এহসান আজিজ বাবুর ফেসবুকে দেশবিরোধী নানা প্রচারণা ও বর্তমান সরকারপ্রধানসহ অন্যান্য উপদেষ্টার ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ ও রাজাকার আখ্যা দেওয়ার প্রতিবাদ জানায়।
পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে নাটকের দল থেকে বহিষ্কার করে বিচারের আওতায় আনার দাবি জানায়। এ ছাড়া শিল্পকলা একাডেমিকে এ ধরনের দলকে হল বরাদ্দ দেওয়া থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ার করে। এ অবস্থায় নাটক বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা একটি প্রতিবাদী ব্যানার জাতীয় নাট্যশালার ফটকে ঝুলিয়ে দেয়।