রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, ঘুষ নেওয়ার অভিযোগে শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, দুদকের কাছে গোয়েন্দা তথ্য ছিল ওই দুই ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে বিদেশি মুদ্রা ও একাধিক পাসপোর্ট জব্দ করা হয়।