ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীসহ শিক্ষার্থী হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বুধবার জাতীয় নাগরিক কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের যোদ্ধারা প্রাণনাশের হুমকি, হামলা ও হত্যার শিকার হচ্ছেন। গত বৃহস্পতিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত নারায়ণঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একই দিনে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।’