জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘পুনরায় সদস্যদের ভোটে চলতি বছরের জন্য আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। অর্পিত দায়িত্ব একাগ্রতার সঙ্গে পালন করতে চাই।’ তিনি বলেন, ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে নৈতিক জায়গা থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতা রেখে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। এ জন্য বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
সেক্রেটারি মাসুদ রানা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সব দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে সুস্থ-সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। যেখানে কোনো হানাহানি থাকবে না। সব শিক্ষার্থী নিজেকে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ মনে করবেন।’