শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া একটি ৩ দশমিক ৫ ভরি স্বর্ণের নেকলেস (যার মূল্য প্রায় ৫ লাখ টাকা) উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-২০১ ফ্লাইটের যাত্রী খালেদা আক্তার চৌধুরী লিজা তার নেকলেসটি হারিয়ে ফেলেন। পরে, বিমানবন্দরের কর্তব্যরত এভসেক বাহিনীর সদস্যরা নেকলেসটি হেভি লাগেজ গেট-৪ এর কাছে খুঁজে পান।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নেকলেসটি উদ্ধারের পর এফআইডিএস (ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম) এর মাধ্যমে ঘোষণা করা হয় এবং হেভি লাগেজ গেট-৪ এ সংরক্ষণ করা হয়। এদিকে, যাত্রী খালেদা আক্তার ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বডিং ব্রিজে চলে গেলে, পরবর্তী সময়ে এফআইডিএস ঘোষণা শুনে এভসেক কন্ট্রোল রুমে উপস্থিত হন। সেখানে নেকলেসটি যথাযথভাবে তার কাছে হস্তান্তর করা হয়।
এভসেক, বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রী সেবা নিশ্চিত করতে তারা সব সময় সতর্ক ও প্রস্তুত আছেন। যাত্রী খালেদা আক্তার এভসেক এবং বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও দক্ষ সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।