বহুল প্রতিক্ষিত অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পুরো সিরিজের জন্যই অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা। এই দলে নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা। এদিকে তৃতীয় ওপেনার হিসেবে অভিমন্যু ঈশ্বরন রুতুরাজ গাইকোয়াডকে পেছনে ফেলে জায়গা পেয়েছেন। তবে দলে নেই অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।
আন্ধ্র প্রদেশের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, যিনি চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি তে অভিষেক করেন, তিনিই একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন। গত সফরে গুরুত্বপূর্ণ গাব্বা টেস্ট জয়ী শার্দুল ঠাকুরের পরিবর্তে তাকে নেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লির পেসার হর্ষিত রানা দুলীপ ট্রফিতে চমৎকার পারফরম্যান্সের ভিত্তিতে দলে স্থান করে নিয়েছেন।
মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবকে এই সিরিজের জন্য বিবেচনা করা হয়নি। বিসিসিআই জানিয়েছে যে, কুলদীপের বাম-দিকের গ্রোইনে ক্রনিক ইনজুরির কারণে তাকে পুনর্বাসনের জন্য সেন্টার অফ এক্সেলেন্সে পাঠানো হয়েছে। শামি অবশ্য রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে খেলার সুযোগ পেতে পারেন এবং ফিট প্রমাণিত হলে তাকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।
এই সিরিজে সহ-অধিনায়ক হিসেবে আছেন পেসার জসপ্রিত বুমরাহ। মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ থাকবেন পেস বিভাগে, যেখানে প্রসিধ কৃষ্ণ ও হর্ষিত রানা ব্যাকআপ হিসেবে আছেন। এছাড়া তিনজন রিজার্ভ পেসার হিসেবে মুকেশ কুমার, নবদীপ সাইনি ও খলিল আহমেদকে রাখা হয়েছে।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ২২ নভেম্বর পার্থে শুরু হবে। দ্বিতীয় টেস্টটি হবে অ্যাডিলেডে দিন-রাতের ম্যাচ হিসেবে, যা ৬ ডিসেম্বর শুরু হবে। তৃতীয় টেস্টটি ব্রিসবেনে ১৪ ডিসেম্বর থেকে, এবং ক্রিসমাসের ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট মেলবোর্নে এবং নববর্ষের টেস্ট সিডনিতে অনুষ্ঠিত হবে।
বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতের পূর্ণাঙ্গ দল:
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।
রিজার্ভ খেলোয়াড়:
মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ