অনেক দিন ধরে বড় পর্দায় নেই আরিফিন শুভর সিনেমা। তবে তিনি বলিউডের একটি কাজ নিয়ে ব্যস্ত আছেন। কবে তা মানুষ দেখতে পাবে, তা এখনো অজানা। এদিকে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর প্রতি শুভকামনা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘অ্যাকশন, রোমান্স, ড্রামা সবই আছে এই ঈদে, ঈদ আনন্দ উপভোগ করুন পাশের সিনেমা হলে। শুভকামনা প্রতিটি নির্মাণের জন্য, আলোকিত হোক রুপালি পর্দার এই ঈদ।’