Homeদেশের গণমাধ্যমেশাকিবের ‘বরবাদ’ চলাকালে বিঘ্ন, সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ

শাকিবের ‘বরবাদ’ চলাকালে বিঘ্ন, সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শো চলাকালীন সম্প্রচারে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছেন বিক্ষুব্ধ দর্শকরা। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মাছ মহালে সোনালী টকিজ সিনেমা হলে ঈদ উপলক্ষে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা চলছে। সন্ধ্যা সাড়ে ৬টার শো-তে প্রচুর দর্শক সমাগম ঘটে। শো শুরুর কিছুক্ষণ পর সাড়ে ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। এরপর আধাঘণ্টা চেষ্টা করেও সাউন্ড সিস্টেম ঠিক করতে পারেননি সিনেমা হলের টেকনিশিয়ানরা।

এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা হৈচৈ শুরু করেন। রাত সাড়ে ৮টা থেকে সিনেমা হলের ভেতরে বসার চেয়ার, টেবিল, বেঞ্চ ভাঙচুর করেন। পাশাপাশি সিনেমা হলের পোস্টার ছিঁড়ে নিচের কক্ষে আগুন দেন। এ ঘটনা চলে রাত ৯টা পর্যন্ত। পরে স্থানীয় একদল যুবক এসে বিক্ষুব্ধদের ধাওয়া দিলে সিনেমা হল এলাকা ত্যাগ করেন বিক্ষুব্ধরা। এসময় ঘটনাস্থলে আসে পুলিশ।

সিনেমা দেখতে গিয়েছিলেন ইকবাল হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, যান্ত্রিক ত্রুটির সময় হল কর্তৃপক্ষ কলাপসিবল গেটে তালা দিয়ে চলে যাওয়ায় সিনেমা দেখতে আসা লোকজন ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, পোস্টার ছিঁড়ে হলের নিচতলায় অগ্নিসংযোগ করেছে। পুলিশ আসার আগেই বিক্ষুব্ধরা চলে যায়।

আরিফ হোসেন নামের আরেকজন বলেন, কর্তৃপক্ষ বারবার বলেছিল, কয়েক মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু তা হচ্ছিল না। সাউন্ড সিস্টেম এক ঘণ্টা বন্ধ ছিল। এমতাবস্থায় ধীরে ধীরে সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। হৈচৈয়ের একপর্যায়ে এ ঘটনা ঘটে।

শাকিবের ‘বরবাদ’ চলাকালে বিঘ্ন, সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ

সিনেমা হলের পরিচালক হারুন অর রশিদ বলেন, যান্ত্রিক ত্রুটি সারাতে না পারায় সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে লোক পাঠিয়েছিলাম। কিন্তু এরইমধ্যে সব ভাঙচুর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, হলের কলাপসিবল গেটে তালা দেখে দর্শকরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান মিন্টু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত