আসিফ মুনীর বলেন, ‘বুদ্ধিজীবী কেনাবেচার নিদর্শন পাকিস্তান আমলেও ছিল। কিন্তু তার ভেতর থেকেই আমাদের বুদ্ধিজীবীরা এ দেশ এবং এ দেশের মানুষের প্রগতির লড়াইয়ে অবিচল থেকেছেন।’
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আজও চলছে। দেশের তরুণ প্রজন্মকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।
আলোচনা পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।