শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি পালন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠানের একমাত্র কর্মসূচি ছিল। কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় অধিদফতরগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছিল।
তবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর এক অফিস আদেশে আলোচনা সভাটি স্থগিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (সাধারণ প্রশাসন শাখা) মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি খরচ কমাতে আলোচনা সভা স্থগিত করা হয়েছে।’ শিক্ষাপ্রতিষ্ঠান নিজেরা আলোচনা সভা করতে পারবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান নিজের মতো করে করতে পারে।’
গত ৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) আলোচনা সভা করার নির্দেশনা দেওয়া হয়। আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচিব অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মসূচিতে দিবসের একমাত্র কর্মসূচি ছিল আলোচনা সভা। অন্য কোনও কর্মসূচি নেই। তবে এই কর্মসূচিও বাতিল করলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।