Homeদেশের গণমাধ্যমেশর্মিলার ক্যানসার প্রসঙ্গে মুখ খুললেন সোহা

শর্মিলার ক্যানসার প্রসঙ্গে মুখ খুললেন সোহা


কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ২০২৩ সালে প্রথমবার নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেন। তার ক্যানসার আক্রান্ত হওয়ার সংবাদে অনুরাগীরা হতবাক হয়েছিলেন। সম্প্রতি তার মায়ের ক্য়ানসার আক্রান্ত হওয়ার বিষয়ে মুখ খুলেছেন মেয়ে সোহা আলি খান।

অভিনেত্রী সোহা আলি খান এ প্রসঙ্গে জানিয়েছেন, যে তার মা শর্মিলা ঠাকুরের ক্যানসারের চিকিৎসা কেমোথেরাপি ছাড়াই সম্ভব হয়েছিল। কারণ এটা খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে যায়। সম্প্রতি নয়নদীপ রক্ষিতের সঙ্গে তার ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় বিষয়টি সামনে আনেন সোহা। সেখানে তিনি তার মায়ের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে সম্পর্কে খোলামেলা আলাপ করেন।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন শর্মিলা ঠাকুর। তবে সোহা জানিয়েছেন একেবারেই জিরো স্টেজে ধরা পড়ে যাওয়ায় কোনোরকম কেমোথেরাপি নিতে হয়নি অভিনেত্রীকে। সোহার কথায়, ‘আমার পরিবারে অনেক ক্ষতি হয়েছে। আমি এবং আমরা সকলেই সেসময় খুবই টেনশনের মধ্যে দিয়ে কাটিয়েছি।’

তার ভাষ্য, ‘আমার মা খুবই কম সংখ্যক লোকজনের মধ্যে একজন ছিলেন যাদের ফুসফুসের ক্যানসার এক্কেবারে জিরো লেবেলে ধরা পড়ে যায়। আর সেকারণেই কেমোথেরাপি নিতে হয়নি। তার শরীর থেকে এটা কেটে ফেলা হয়েছিল। শ্রষ্টার কৃপায় মা এখন ভালো আছেন।’

শর্মিলা ঠাকুর এর আগে নিজেই জানিয়েছিলেন যে তিনি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় কাজের প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন। শুধুমাত্র স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। সেবার করণের চ্যাট শোয়ে প্রথমবারের জন্য ছেলে সাইফ আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন শর্মিলা।

প্রসঙ্গত করণ বলেছিলেন যে তিনি শর্মিলাজিকেই সিনেমাতে আলিয়া ভাটের ঠাকুমার চরিত্রটি দিতে চেয়েছিলেন। করণের ভাষ্য, ‘আমি শর্মিলাজিকে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমা শাবানা (শাবানা আজমি) জি অভিনীত চরিত্রটি অফার করেছিলাম। উনিই আমার প্রথম পছন্দ ছিলেন। সেই সময় স্বাস্থ্যগত কারণে, তিনি হ্যাঁ বলতে পারেননি। তবে এটা আমার ভীষণ আফসোসের জায়গা।’

যার উত্তরে শর্মিলা বলেন, ‘তখন কোভিড চরম সীমায় পৌঁছেছিল। তবে সেসময় আমাদের আসল লড়াই কোভিডের সঙ্গে ছিল না। আমরা ভ্যাকসিন সম্পর্কেও জানতাম না, কারণ, আমাদের টিকা দেওয়া হয়নি। তুমি জানো, (এটা) আমার ক্যানসারের ঠিক পর পরই হয়। তাই, ওরা চায়নি আমি কোনও ঝুঁকি নিই’।

এদিকে সম্প্রতি ‘ছোড়ি ২’ সিনেমায় সোহা অভিনয় করেছেন। বিশাল ফুরিয়া পরিচালিত এ ভৌতিক সিনেমায় আরও অভিনয় করেছেন নুসরত ভারুচা, গশমীর মহাজানি ও সৌরভ গোয়েল। ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, বিক্রম মালহোত্রা এবং জ্যাক ডেভিস প্রযোজিত এ সিনেমা ১১ এপ্রিল প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হয়েছে।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত